আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: কেনিয়ায় বাস ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে।
দুর্ঘটনাস্থলে উপস্থিত রেডক্রসের এক কর্মী জানিয়েছেন, (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা গেছে।
দুর্ঘটনার শিকার বাসটি ছিল কেনিয়া পাইপলাইন কোম্পানির। নিকটবর্তী নাইভাশা শহরের একটি প্রশিক্ষণকেন্দ্র থেকে বাসে করে সকালের শিফট শেষ করা কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছিল।
প্রতিষ্ঠানের বিবৃতিতে বলা হয়, আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাইভাশা শহরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মারাত্মক আহতদের প্রয়োজনে উড়োজাহাজে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।
হতাহতের সংখ্যা নিয়ে কেনিয়া পাইপলাইন কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি।
সুত্রঃ রয়টার্স
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0