জেলা প্রতিনিধি
টাঙ্গাইল: টাঙ্গাইলে গভীর রাতে শহরের শতাব্দী ক্লাবে জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) রাতের এ অভিযানে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে এই ক্লাবে রাতভর জুয়ার আয়োজন হয়ে আসছিল।
যৌথবাহিনীর অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস জব্দ করা হয়। পরে সেনাবাহিনী রাতেই তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।
একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে জুয়ার আসর বসত এবং তা গভীর রাত পর্যন্ত চলত।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0