মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী শিশুসহ নিহত ৩

এ ঘটনায় শিশুটির মা-বাবা, চালকসহ সাতজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একজন মাত্র ১৯ দিনের শিশু। এ ঘটনায় শিশুটির মা-বাবা, চালকসহ সাতজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি এলাকার মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অটোরিকশার একটি চাকা খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় চালক, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামের মোকছেদ মিয়ার ১৯ দিন বয়সী ছেলে রাফি, গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) এবং রাজাহার ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে নুরুন্নবী সরকার (৫০)। দুর্ঘটনার পর গুরুতর আহত নুরুন্নবীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুসহ ১০ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পেছনের বাঁ দিকের চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং পেছন থেকে আসা ট্রাকটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশু রাফি ও জাহিদুল ইসলাম মারা যান।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—অটোরিকশা চালক সজীব মিয়া, রুপালি বেগম ও জাকিয়া বেগম। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে অটোরিকশার চাকা খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই জন মারা যান, পরে নুরুন্নবী নামে আরও একজনের মৃত্যুর খবর পাই। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে মৃতের সংখ্যা বেড়েছে কিনা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0