জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাস ও হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি হানিফ বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি হওয়া আহতদের কারও অবস্থা গুরুতর নয়।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা বলেন, আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0