বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৭৩ জন

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২২ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ২৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ১১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৪৬ জন নারী।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0