জেলা প্রতিনিধি
হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার ডুবাঐ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস ডুবাঐ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারসহ দুজনকে সিলেট পাঠানো হয়েছে এবং বাকিদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0