বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

আবারও বিরল সীমান্তে ১৩ জনকে পুশইন

বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ছবি সংগৃহীত

জেলা প্রতিনিধি

দিনাজপুর: বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৮ মে) দিবাগত রাতে তাদেরকে পুশইন করা হয়। যার মধ্যে এই অধিকাংশই নারী।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদেরকে আটক করে টহলরত বিজিবির সদস্যরা। পরে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। নাম ও পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিরল থানার ওসি আব্দুস ছবুর বলেন, ১৩ জনকে আটক করার বিষয়টি শুনেছি। কিন্তু বিজিবির পক্ষ থেকে আমাদেরকে কেউ জানায়নি।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0