রবিবার, ১০ আগস্ট ২০২৫

১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ চট্টগ্রাম বন্দরে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমভি ফু থান। ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ১০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে ভারত থেকে এমভি ফু থান নামের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মার্চ সম্পাদিত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে নয়টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ ৫৩ হাজার ৭১৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0