বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাঁশখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১০

উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা মসজিদে ইসলামী ছাত্রশিবির কোরআন ক্লাসের আয়োজন করে। এতে বাধা দিলে ছাত্রদল কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পরে বিএনপি ও ছাত্রদল কর্মী নয়ন ও তানভীরের নেতৃত্বে ১০-১২ জন শিবিরকর্মীদের ওপর হামলা চালায়। বিষয়টি মীমাংসার জন্য সন্ধ্যায় মোশাররফ আলী মিয়ার বাজারে উভয় পক্ষ জড়ো হলে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে চার সদস্য ঘটনাস্থলে যান। সেখানে একদল নেতাকর্মী পুলিশের ওপর চড়াও হলে তারা পালিয়ে উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের একটি কর্মসূচিকে ঘিরে ঘটনার সূত্রপাত হয়। এর জেরে জামায়াত ও বিএনপির উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0