জেলা প্রতিনিধি
রংপুর: রংপুর মহানগরীতে পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর তাজহাট থানাধীন দর্শনা মোড়-সংলগ্ন একটি শুঁটকি আড়তের পাশের পরিত্যক্ত বাগান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা-পুলিশ এবং সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে শুঁটকি আড়তের পাশে, রংপুর-ঢাকা মহাসড়কের ধারে অবস্থিত সীমানা প্রাচীর ঘেরা একটি বাগানের ভেতর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পরে, বস্তা দুটি তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
রংপুর মহানগর পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে এলো এবং কারা সেখানে ফেলে রেখে গেছে, তা উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0