মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

দেশে করোনায় প্রাণ গেল আরও ১ জনের, শনাক্ত ৮

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে আরও ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৪ জনে।

এর আগে, গতকাল সোমবার (৭ জুলাই) ৩৩৪টি নমুনা থেকে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0