মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

‘রহস্যজনক’ আউট নিয়ে তদন্তে নেমেছে বিসিবি

ডাউন দ্য উইকেটে যাওয়ার পর ক্রিজের ভেতরে ব্যাট ঢোকানোর দুটি সুযোগ থাকলেও বিস্ময়করভাবে তা নেননি তিনি। উইকেট কিপার স্ট্যাম্পিং না করা পর্যন্ত তার ব্যাট ক্রিজে ঢোকানোর চেষ্টাও দেখা যায় নি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো স্পোর্টস

ঢাকা: দেশের ক্রিকেটে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার ঢাকা প্রিমিয়ার লীগে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের দুই ব্যাটারের আউটের ধরণ নিয়ে উঠেছে প্রশ্ন। ম্যাচের ভিডিও ফুটেজ দেখে ক্রিকেট ভক্তদের প্রায় সবাই বলছে, এ কেমন আউট? এভাবে উইকেট বিলিয়ে দেওয়া ম্যাচ ফিক্সিংয়ের অংশ না তো? এই ঘটনায় আলোচনা-সমালোচনায় মেতে উঠেছেন ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারাও।

বিতর্কিত আউট প্রমাণিত হলে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে বিসিবি। পাশাপাশি এ ঘটনার তদন্ত শুরুর কথাও জানিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা বলছে– ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান এবং খেলায় সততা বজায় রাখার লক্ষ্যে বিসিবি তাদের প্রতিশ্রুতির কথা বারবার বলে আসছে। যেকোনো ধরনের দুর্নীতি অথবা অসদাচরণের বিষয়ে সবসময়ই জিরো টলারেন্স নীতি রয়েছে বোর্ডের। কারণ এসব ঘটনা ক্রিকেটীয় চেতনাকে ক্ষতিগ্রস্ত করে।

এ নিয়ে বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) তদন্ত শুরু করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে, ‘আকু এবং লিগের (ডিপিএল) টেকনিক্যাল কমিটি ম্যাচে অভিযুক্ত অনিয়ম নিয়ে শিগগিরই তদন্ত শুরু করেছে। বিসিবি নিজেদের এখতিয়ারের ভেতর খেলায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তে এ নিয়ে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে দ্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক সাব্বির আহমেদ বলেছিলেন, ‘আমরা দিনের সর্বশেষ উইকেটের ফুটেজটি দেখেছি। এগুলো পুরোপুরি নির্ভর করে ম্যাচ রেফারির ওপর। আম্পায়াররা তাদের ম্যাচ রিপোর্ট দেবে। এরপর একটা রিপোর্ট করবে ম্যাচ রেফারি। সেখানে যদি কোনো অভিযোগ আনার বিষয় থাকে, তখন অ্যান্টি করাপশন ইউনিট দেখবে।’

ঘটনার সূত্রপাত বুধবার (৯ জুলাই) মিরপুরে ডিপিএলে গুলশানের বিপক্ষে শাইনপুকুরের ম্যাচে।

জয়ের জন্য শাইনপুকুর ক্রিকেট ক্লাবের তখন দরকার ছিল ৪২ বলে ৭ রান। হাতে ছিলো একটি উইকেটই।

স্ট্রাইকে থাকা উইকেটরক্ষক-ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির স্টাম্পিংয়ের শিকার হয়ে আউট হন অদ্ভুত কায়দায়। ডাউন দ্য উইকেটে যাওয়ার পর ক্রিজের ভেতরে ব্যাট ঢোকানোর দুটি সুযোগ থাকলেও বিস্ময়করভাবে তা নেননি তিনি। উইকেট কিপার স্ট্যাম্পিং না করা পর্যন্ত তার ব্যাট ক্রিজে ঢোকানোর চেষ্টাও দেখা যায় নি।

খালি চোখে মনে হয়েছে ইচ্ছে করেই উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি।

মিনহাজুল আবেদিন সাব্বির নামের ব্যাটার সুযোগ থাকার পরও ব্যাট না নামিয়ে আউট হয়েছেন। এই ফুটেজ ছড়িয়ে যাওয়ার পর শুরু হয়েছে তুমুল সমালোচনা।

ক্রিকেটারদের অনেকেই এটাকে বলছেন লজ্জাজনক।

বিতর্কিত সেই আউটের ভিডিও গতকালই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস, কোচ রাজিন সালেহ, ক্রিকেটার ইমরুল কায়েস, সাব্বির রহমান ও শামসুর রহমান শুভরা ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

একইসঙ্গে ক্রিকেট ধ্বংসের প্রভাবক এ ধরনের ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান তাদের।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0