শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যেতে হবে ৫ রুটে, মানতে হবে ৪ নির্দেশনা

শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বখশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত পথে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দিকনির্দেশনার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বখশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত পথে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

পথ নির্দেশনা অনুযায়ী বাংলামোটর থেকে যাত্রীরা রমনা গেইট দিয়ে (শাহবাগ হয়ে), কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট দিয়ে (মৎস্য ভবন হয়ে), জিরো পয়েন্ট ও বখশীবাজার থেকে টি.এস.সি গেইট দিয়ে (দোয়েল চত্বর ও শহীদ মিনার হয়ে), নীলক্ষেত মোড় থেকে টি.এস.সি গেইট দিয়ে (ভিসি চত্বর হয়ে) উদ্যানে প্রবেশ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিএসসি মেট্রো স্টেশন ওই দিন বন্ধ থাকবে, তবে পরীক্ষার্থীদের চলাচলে বিশেষ ছাড় দেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়ার এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সাধারণ দিকনির্দেশনায় বলা হয়-

• অংশগ্রহণকারীদের পানি, মাস্ক ও ছাতার মতো প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ

• রাজনৈতিক প্রতীকবিহীন ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহারের অনুরোধ

• শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ

• পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান

প্রসঙ্গত, এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সব রাজনৈতিক-অরাজনৈতিক ও সামাজিক স্তরের মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাতে যাচ্ছেন।

এ দিকে এ কর্মসূচি ঘিরে প্রায় একই ধরণের নির্দেশনার বিষয়ে জানিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারিও।

শুক্রবার (১১ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

আজহারি তার পোস্টে বলেন, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজায় আগতদের দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত স্থলে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

স্টার্টিং পয়েন্ট ১। বাংলামোটর

প্রবেশ পথ : সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে)

স্টার্টিং পয়েন্ট ২। কাকরাইল মোড়

প্রবেশপথ : সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস্য ভবন হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৩। জিরো পয়েন্ট

প্রবেশ পথ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (দোয়েল চত্বর হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৪। বখশীবাজার মোড়

প্রবেশপথ : সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (শহীদ মিনার হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৫। নীলক্ষেত মোড়

প্রবেশ পথ : সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেইট (ভিসি চত্বর হয়ে)

সাধারণ দিক নির্দেশনা

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন— পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

২. যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।

৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। কেউ কোন ধরনের নাশকতা ঘটালে, প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

বিশেষ নির্দেশনাসমূহ

১. টিএসসি মেট্রো স্টেশন ওই দিন বন্ধ থাকবে।

২. সব পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইলো।

আসুন, আমরা সবাই একত্রিত হই— মানবতার পক্ষে, মজলুমের পাশে। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0