গাজীপুর প্রতিনিধি: জেলার মহানগরের পূবাইলে লরিচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।
স্থানীয়রা জানান, রবিবার (২৩ মার্চ) সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সঙ্গে পূবাইলমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ট্রাক ও ইজিবাইক সড়কের পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি