Logo

তিতুমীরের শিক্ষার্থীদের এবার রেলপথ অবরোধ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন তারা। এ সময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন লাল পতাকা দেখিয়ে থামানো হয়।

ট্রেনের লোকোমাস্টার লতিফ জানান, মহাখালী রেলগেটে লাল পতাকা ও মানুষের জটলা দেখে ট্রেনটি দ্রুত গতি কমিয়ে থামানো হয়। এদিকে, দুপুর ১২টার পর গুলশান লিংক রোডেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা।

দাবি আদায়ে গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশনরত ১০ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে সতর্ক অবস্থানে রয়েছেন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা কয়েক মাস ধরে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জনের মতো কর্মসূচি পালন করে আসছেন।


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0