শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আনন্দ শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পোড়ানোর বিষয়ে যা জানালো পুলিশ

পুলিশ বলছে, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ তদন্ত করে দেখছে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

আগুনে পুড়েছে আনন্দ শোভযাত্রার মোটিফ

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ সম্পূর্ণভাবে পুড়ে গেছে আগুনে। এর পাশাপাশি আগুনে আংশিকভাবে পুড়ে গেছে 'শান্তির পায়রা'।

পুলিশ বলছে, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ তদন্ত করে দেখছে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার প্রক্টর স্যারসহ পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।

থানার একটি দল তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এদিকে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, চারুকলায় আগুনের সংবাদে ঘটনাস্থলে দুইটি ইউনিট পৌঁছে একটি ইউনিট কাজ করে আগুন নিভিয়ে ফেলে। আগুনের খবর পাওয়া যায় ভোর ৫টা ৫ মিনিটে, ইউনিট পৌঁছায় ৫-১০ মিনিটে, আগুন নিয়ন্ত্রণে আনে ৫-১৪ মিনিটে।

তবে আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

Leave a Comment

Comments 0