বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ সম্পূর্ণভাবে পুড়ে গেছে আগুনে। এর পাশাপাশি আগুনে আংশিকভাবে পুড়ে গেছে 'শান্তির পায়রা'।
শনিবার (১২ এপ্রিল) ভোর পৌনে পাঁচটা থেকে ৫টার মধ্যে এই মোটিফ দুটিতে আগুন লেগেছে বলে জানান প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়ত এ কাজটি করা হয়েছে।
দুটি মোটিফ পুড়ে যাওয়ার বিষয়টি জানিয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে।
মো. ইসরাফিল বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই প্রতিকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, চারুকলার প্রাঙ্গণে আগুনে ফ্যাসিবাদের প্রতিকৃতিটি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া শান্তির পায়রা এবং ওপরের শামিয়ানাও পুড়ে গেছে। পুড়ে যাওয়া এ প্রতিকৃতিগুলোর ছাই পড়ে আছে ঘটনাস্থলে।
এবারের নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’।
এদিকে, এবার ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এই শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী অংশ নেবে।
বাংলাফ্লো/এসবি
Comments 0