বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

‘সত্য কথা বলার কারণে সারজিস আলমের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি’

মঙ্গলবার (১২ আগস্ট) কিশোরগঞ্জের আজিম উদ্দিন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

কিশোরগঞ্জ: ‘সত্য কথা বলার কারণে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। আমি অবাক হয়ে যাই, বিএনপির প্রতি আমার করুণা হয় মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যাদের মাধ্যমে আজ মুক্ত পরিবেশ পেয়েছো, তাদের বিরুদ্ধে কেস দিয়েছো।

তিনি বলেন, আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতে পারতো না, যদি সারজিসরা না থাকতো। আজকে তোমাদের নেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাতে পারতে না যদি সারজিসরা না থাকতো। তারা না থাকলে আজকে খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারতে না।

মঙ্গলবার (১২ আগস্ট) কিশোরগঞ্জের আজিম উদ্দিন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে ফজলুল করিম বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, ‘বিএনপি আজ সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা শত শত কোটি টাকার সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে। তারা চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করতে কেবল যেনতেন নির্বাচন চাচ্ছে। তারা দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায়। চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেফতার- এই নীতি নিয়ে চলছে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে। কাজেই পিআর পদ্ধতির বিকল্প নাই।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। এতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আজিজুর রহমান জার্মানিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

গণসমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0