মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর বিএনপি

তারেক রহমান নেতাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন, যারা নিষ্ঠার সঙ্গে আন্দোলন চালিয়ে গেছেন এবং বিএনপির সঙ্গে যুগপতে যুক্ত থেকেছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ১৬ বছর ধরে বিভিন্ন অত্যাচার আর নিপীড়ন সহ্য করে বিগত আওয়ামী লীগের শাসনামলে বিএনপির সাথে একত্রিত এবং পৃথকভাবে যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার তৎপরতা শুরু করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন, যারা নিষ্ঠার সঙ্গে আন্দোলন চালিয়ে গেছেন এবং বিএনপির সঙ্গে যুগপতে যুক্ত থেকেছেন।

শনিবার (৯ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশানে গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, গণফোরাম, বিজেপি, এনডিএম, জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ-ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্য ও আমজনতার দল।

বৈঠকে তারেক রহমান শীর্ষনেতাদের ধন্যবাদ জানান এবং আগামী নির্বাচন ও সরকার গঠনে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, নির্বাচনের পরও আওয়ামী লীগের দোষীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া রাজনীতিতে দক্ষিণপন্থার বিস্তার মোকাবিলা, দলগুলোর মধ্যে স্থিতিশীলতা ও সংস্কার বিষয়ক বিরোধ মেটানোর পরামর্শও বৈঠকে উঠে আসে।

গণতন্ত্র মঞ্চের বৈঠক শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, খুবই আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তারেক রহমান বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন। আগামী দিনের রাজনীতি নিয়ে কথা বলেছেন। কীভাবে আমরা একসঙ্গে আরও কাজ করবো, এসব প্রসঙ্গ এসেছে।

একটি বিএনপি সূত্র জানায়, মূলত ধন্যবাদ জানাতেই দলটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে। প্রয়োজনে নির্বাচন ও সরকার গঠনে একসঙ্গে কাজ করার সম্ভাবনা থাকায় বিএনপি আন্তরিক। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, গত ৮ আগস্ট ১২ দলীয় জোট, সমমনা জোটসহ ২৪টি দলের সঙ্গে মতবিনিময় হয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0