বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগাতে মিশরের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মিশরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে পড়ার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও আটজন। স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনা ঘটেছে।