এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: চিত্রনায়িকা শবনম বুবলীর দিকে বন্দুক তাক করে নাচছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা শরাফ আহমেদ জীবন। শুনতে ভয়ংকর এবং অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবে এটি তাঁদের নতুন মিউজিক ভিডিও ‘ময়না’র একটি প্রেমঘেরা খুনসুটির দৃশ্য।
গানচিলের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে মুক্তি পেতে চলা এই ভিডিওতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এই দুই তারকা, যা দর্শকদের জন্য এক বড় চমক।
নতুন জুটি ও রঙিন পার্টি ভাইব
সম্প্রতি প্রকাশ পাওয়া গানটির ঝলকে দেখা যায়, লাল-গোলাপি ঝলমলে পোশাকে দাঁড়িয়ে আছেন বুবলী এবং তাঁর দিকে বন্দুক তাক করে ডিস্কো মুডে নাচছেন জীবন। স্টেজ লাইটের ঝলক এবং ঝকমকে কস্টিউম— সবকিছু মিলিয়ে গানটিতে রয়েছে এক রঙিন পার্টির আবহ। এই ভিন্নধর্মী জুটি এবং গানের জমকালো আয়োজন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
পেছনের কারিগর ও শিল্পীদের অভিজ্ঞতা
‘ময়না’ গানটি গেয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার, লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
কী বলছেন বুবলি ও জীবন?
এই কাজটি নিয়ে উচ্ছ্বসিত বুবলী বলেন, “এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা।”
অন্যদিকে, শরাফ আহমেদ জীবনও জানান, “বুবলীর সঙ্গে নাচের অভিজ্ঞতা দারুণ!”
সংশ্লিষ্টরা জানান, শুধু প্রেমই নয়, ‘ময়না’তে রয়েছে তুফানি নাচের রসদও।
প্রসঙ্গত, গানটি আগামী ২৪ জুলাই গানচিলের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এখন ভক্তদের শুধু অপেক্ষা একটা প্রশ্ন নিয়ে মনে আর তা হলো জীবনের বন্দুক থেকে কি শুধু নাচের স্টেপ বের হবে, নাকি হৃদয়ের গুলিও?
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0