রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

টিসিবির কার্ড পাঁচতলা বাড়ির মালিকও পেতেন: বানিজ্য উপদেষ্টা

দুর্বৃত্তদের কাছ থেকে রেহাই পায়নি টিসিবি।

বানিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) কার্ড পাঁচতলা বাড়ি আছেন এমন লোকও পেতেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ‘টিসিবির সঙ্গে বাণিজ্য’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বানিজ্য উপদেষ্টা বলেন,সরকারি ব্যবস্থাপনা বা প্রশাসনের ওপর আস্থা কখনোই আসবে না,যখন মানুষ দেখবে যে সবকিছুতেই দুর্বৃত্তায়ন। সে জন্য আমরা টিসিবিকে দুর্বৃত্তায়ন থেকে বের করে সঠিক পর্যায়ে আনতে চাই।

তিনি আরও বলেন, এমনকি প্রশাসনে কাজ করা একজনের বাড়িতেও তিনটি কার্ড পাওয়া যায়। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে এমন তথ্য পেয়েছেন তিনি।

উপদেষ্টা বশীরউদ্দীন বলেন,একটা দুর্বৃত্তায়িত ব্যবস্থা অনেক দুর্বৃত্ত তৈরি করেছে। এ ব্যবস্থা থেকে আমরা সরে আসতে চাই। এখন থেকে নিম্ন আয়ের উপযুক্ত পরিবারগুলোই কার্ড পাবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন,দুর্বৃত্তদের কাছ থেকে রেহাই পায়নি টিসিবি। এক কোটি পরিবারের জন্য নির্ধারিত টিসিবির ফ্যামিলি কার্ড করার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছিল। অনিয়ম চিহ্নিত করে প্রায় ৪০ লাখ কার্ডধারী কমানো হয়েছে।

তিনি আরও বলেন,বছরে ১২ থেকে ১৪ হাজার কোটি টাকার যে কেনাকাটা করে টিসিবি তাতে ৬ থেকে ৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় ।

বাণিজ্য ভর্তুকি মূল্যে ডাল, তেল, চিনি ইত্যাদির পাশাপাশি কার্ডধারী পরিবারকে ভবিষ্যতে সাবানও দেওয়া হবে বলে জানান টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

টিসিবি আয়োজিত ‘কোটি মানুষের পাশে’ শীর্ষক এই সংলাপে আলাদা তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির দুই পরিচালক এস এম শাহীন পারভেজ ও আবেদ আলী এবং যুগ্ম পরিচালক আল আমিন হাওলাদার। প্রবন্ধ উপস্থাপনের পর মুক্ত আলোচনায় ছাত্র প্রতিনিধি ও ব্যবসায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এতে স্বাগত বক্তব্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী সমাপনী বক্তব্য দেন।

বাংলাফ্লো/এসএস




Leave a Comment

Comments 0