কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সাবেক এক সেনা সদস্যের বাড়িতে ঢুকে তার পঞ্চাশোর্ধ স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত-পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম বাদশা মিয়া বাড়িতে না থাকার সুযোগে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে প্রতিবেশী ও নিহতের স্বজনরা টের পেয়ে কলাপাড়া থানা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলেও এ হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কি কি মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি। এর আগে সাবেক ওই সেনা সদস্যের আপন ভাই আলাউদ্দিন মিয়ার বাড়িতে ডাকাতি এবং মোতালেব মিয়ার দুইটি গরু দুর্বৃত্তরা গত অক্টোবর মাসে নিয়ে যায় বলেও দাবি করেন ভুক্তভোগীরা। ঘটনাস্থলে উপস্থিত কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম বাদশা মিয়ার স্ত্রী। ঘরের খাটের ওপর তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত পাওয়া গেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে সিআইডি ও পিবিআই-এর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। নিহতের স্বজন ও এলাকার লোকজন জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢোকেন। এ সময় তাকে খাটের ওপর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেওয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমিরা, ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো দেখা যায়।