বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেফতার

বুধবার (৭ মে) রাতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ মে ) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে মিজানুর রহমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন জানান, মিজানুর রহমান ছিলেন শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

আজ তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাফ্লো/এসএস

Leave a Comment

Comments 0