বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৫

কুমিল্লার লাকসামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার (১৭ মার্চ) জিজ্ঞাসাবাদ শেষে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা।

গ্রেপ্তারকৃতরা হলেন: লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), লাকসাম পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনুল হকের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মাসুদ (২৩), বাতাখালী গ্রামের আবু তাহেরের ছেলে মো. মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার মৃত মুস্তাফিজুর রহমান মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও মামলা সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এক নারী ও তার স্বামী গত ১৪ মার্চ ভোরে লাকসাম পৌর শহরের বাইপাস মোড় থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশা চালক মো. মাসুদ তাদের সম্পর্কে সন্দেহ প্রকাশ করে স্বামী-স্ত্রী কিনা তা জানতে চান। পরে মাসুদ কৌশলে ভুক্তভোগীদের লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকায় নিয়ে যায় এবং সেখানে কয়েকজন সহযোগী মিলে তাদের ব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগী স্বামী-স্ত্রীকে পার্শ্ববর্তী লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই নারীকে লাকসাম পৌরসভার পাইকপাড়া এলাকায় অবস্থিত সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সিএনজি চালক মো. মাসুদ ও তার সহযোগী মোহাম্মদ আলী ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর লাকসাম পৌর শহরের ৮নং ওয়ার্ডে বিলকিছ আক্তার কল্পনা নামে এক নারীর ভাড়া বাসায় ওই নারীকে রাখা হয়। সেখানে কল্পনার সহযোগিতায় নারীটিকে ফের সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ভুক্তভোগী নারীটিকে উদ্ধার করে।

এই ঘটনায় ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন (১৩ মার্চ) তারা লাকসামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।