Logo

রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন, নাম জনতার পার্টি বাংলাদেশ

আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দলটির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই চিত্রনায়ক।

ইলিয়াস কাঞ্চন

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত তারকা ইলিয়াস কাঞ্চন রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন। এই লক্ষ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি।

বুধবার (২৩ এপ্রিল) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে ‘জনতার পার্টি বাংলাদেশ’।

আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দলটির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই চিত্রনায়ক।

জানা যায়, ওই দিন সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরই নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করেন। গড়ে তুলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন। দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে।

কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন।

বাংলাফ্লো/এসবি

Related Posts রাজনীতি

Leave a Comment

Comments 0