নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. জুলফিকার হায়দার। তিনি এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রোববার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. জুলফিকার হায়দারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নায়েমের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে বাড়িভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। এছাড়া সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ অন্যান্য সরকারি পাওনা সংশ্লিষ্ট খাতে জমা দিতে হবে। একই দিনে নায়েমের উপ-পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক মো. আবু সাঈদ। অধ্যাপক জুলফিকার হায়দারের নিয়োগে বলা হয়েছে, তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিলে চাঁদা দেবেন। নতুন দায়িত্বে তিনি নায়েমের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।