বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নারী বিশ্বকাপে ৪৮ দলের অনুমোদন দিল ফিফা

২০৩১ আসর থেকে ৩২ দলের জায়গায় ৪৮ দল অংশ নেবে।

নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শনিবার (১০ মে) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা- ফিফা তাদের একটি ভার্চুয়াল সভায় প্রস্তাবে সায় দিয়ে আনুষ্ঠানিকতা সেরে ফেলল। উইমেন’স বিশ্বকাপে বাড়ল দলের সংখ‍্যা।

ফিফা শুক্রবার জানায়, ২০৩১ আসর থেকে ৩২ দলের জায়গায় ৪৮ দল অংশ নেবে। ২০২৭ সালের আসরে দল অপরিবর্তিতই থাকবে, ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ৩২ দল।

৪৮ দলের বিশ্বকাপের মেয়াদ বাড়বে ১ সপ্তাহ। ১২ গ্রুপের টুর্নামেন্টে ম‍্যাচের সংখ‍্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। যে বৃদ্ধিগুলো এর আগেই দেখা যাবে ছেলেদের বিশ্বকাপে, ২০২৬ আসরে।

২০১৯ সালে ফ্রান্সে হয়েছিল ২৪ দলের উইমেন’স বিশ্বকাপ। চার বছর পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রথমবারের মতো হয় ৩২ দলের আসর। সেবার সিডনির ফাইনালে প্রায় ৭৬ হাজার দর্শকের সামনে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্পেন।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0