বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মুচলেকায় মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার টাঙ্গাইলের সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস

মুচলেকায় মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার টাঙ্গাইলের সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস

ফের গ্রেপ্তার টাঙ্গাইলের সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সাবেক এমপি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসা ভাঙচুরের মামলায় ফের গ্রেপ্তার হয়েছেন মারইয়াম মুকাদ্দাস মিস্টি। রোববার (৯ মার্চ) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে শনিবার রাতে মুচলেকার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, সমন্বয়ক পরিচয়ে মারইয়াম মিস্টি কয়েকজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। পরে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার এবং বিভিন্ন আসবাবপত্র নষ্ট করে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেন।

বাড়ির মালিক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান (৫৮) রোববার সকালে টাঙ্গাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত মারইয়াম মিস্টি বাদীকে হুমকি দেন যে, ‘এই বাড়িতে থাকতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে, না হলে সাত দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে ফেলা হবে।’

অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানার একটি বিশেষ টিম অভিযুক্ত মারইয়াম মুকাদ্দাস মিস্টিকে (২৭) গ্রেপ্তার করে। তবে মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি তানভীর হোসেন বলেন, ‘সাবেক এমপির বাসা ভাঙচুরের মামলায় মারইয়াম মুকাদ্দাস মিস্টিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’ এছাড়া, পরিস্থিতি বিবেচনায় থানার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।