বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

লা লীগায় বার্সেলোনার ঘাড়ে শ্বাস নিচ্ছে রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৩-২ গোলে জয়ী হয়েছে দলটি।

রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

ঢাকা: লা লীগা শিরোপা দৌড়ে বার্সেলোনার উপর চাপ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৩-২ গোলে জয়ী হয়েছে দলটি।

রোববার (৪ মে) বার্নাব্যুতে ম্যাচ শুরুর প্রথম ৩০ মিনিট কঠিন ছিল রিয়াল মাদ্রিদের জন্য। এই সময়ে তারা লক্ষ্যে শট নিতে ব্যর্থ হয়েছিল কিন্তু প্রথম গোলের সাথে সাথে পরিস্থিতি বদলে যায়।

খেলার ৩৩ মিনিটের লুকাস ভাজকেজের একটি ছোট কর্নারে বলটি আরদা গুলারের কাছে আসে।দূরের কর্নারটি একটি দর্শনীয় স্ট্রাইক দিয়ে বের করে দেন গুলার যার ফলে সেল্টা গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা গোল রক্ষার কোনও সুযোগ পাননি।

তার কয়েক মিনিট পরে রিয়াল মাদ্রিদ তাদের লিড দ্বিগুণ করে।

খেলার ৩৯ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে জুড বেলিংহামের এসিস্টে কিলিয়ান এমবাপ্পে বল টেনে বক্সের প্রান্ত থেকে গোলের চেষ্টা করেন। তার দুর্দান্ত ফিনিশিং সেল্টার গোলরক্ষক গুয়াইতাকে অতিক্রম করে গোল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের মাত্র কয়েক মিনিটের মধ্যেই রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

খেলার ৪৮তম মিনিটে এমবাপ্পেই তার দ্বিতীয় গোলটি করেন। চলতি মৌসুমে এটি তার ২৪তম লা লিগা গোল। পিচিচি ট্রফি দৌড়ে রবার্ট লেওয়ানডোস্কির চেয়ে এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে।

ম্যাচটি যখন শেষ বলে মনে হচ্ছে ঠিক তখন সেল্টা অসাধারন লড়াই শুরু করে।

৬৯ মিনিটে জাভি রদ্রিগেজ খুব কাছ থেকে গোল করে ৩-১ করে এবং এর কিছুক্ষণ পরেই, উইলিয়ট সুইডবার্গ ইয়াগো আসপাসের দুর্দান্ত পাসে থিবোট কোর্তোয়াকে হারিয়ে ৩-২ গোল করে সমতার কাছাকাছি দলকে টেনে নেয়।

পাবলো ডুরান যখন অগ্রভাগে এসেছিলেন তখন সেল্টা প্রায় ৩-৩ করে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জয় ধরে রাখতে সক্ষম হয়।

এর অর্থ হল লা লীগার শিরোপা লড়াইয়ে এখন বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। যাদের সঙ্গে তারা ১১ মে এল ক্লাসিকোতে খেলবে তারা।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0