বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনধি

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫৬ বছর বয়সি এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃতের নাম মো. আমিনুল ইসলাম। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারী গ্রামের আব্দুল করিম মাস্টারের ছেলে।

সোমবার (১২ মে) মধ্যরাতে কয়েদি আমিনুলকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মাহবুবুর রহমান জানান, গতকাল রাতের দিকে আমিনুল ইসলাম বগুড়া কারাগারে অসুস্থ হয়ে পরলে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার নিয়ে আসেন। কেরাণীগঞ্জ কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

কয়েদি আমিনুল ইসলাম কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0