বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ৬ জনকে পুলিশে সোপর্দ

null

গোপালগঞ্জ প্রতিনিধি: জেলার মুকসুদপুরে চোর সন্দেহে ছয় জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৯ জানুয়ারি) রাত দুটার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্যা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ (২৫), সালাম বেপারী (২৫) ও শাহিন খান (২৬)। তারা মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা। চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ৬ জনকে পুলিশে সোপর্দ জানা যায়, উপজেলার ফুলারপাড় বাজারে একটি পিকআপ ভ্যান নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহ হলে তাদের ধাওয়া করে স্থানীয় লোকজন। পরে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ছয়জনকে আটক করেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জেবি