নিজস্ব প্রতিবেদক: ‘আদিবাসী’ শব্দ যুক্ত চিত্রকর্ম পাঠ্যবই থেকে বাতিলের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। আর এর প্রতিবাদ হয়েছে চিত্রকর্মের মাধ্যমেই। সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও রোকেয়া হল সংলগ্ন বিভিন্ন দেওয়াল ও রাস্তায় এসব চিত্রকর্ম আঁকা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা বলেন, সারা বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি যেভাবে দখলদারিত্বের কবলে চলে যাচ্ছে- তা সম্পর্কে সাধারণ জনগণের যাতে সচেতনতা সৃষ্টি না হয় বরং আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কে যাতে সাধারণ জনগণ ভুল এবং বিকৃত তথ্য জানতে পারে, এই ধরনের মিথ্যা প্রচার-প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ব্যানারে গত ১২ জানুয়ারি এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। রুপাইয়া শ্রেষ্ঠা বলেন, “পাঠ্যপুস্তকের পেছনে জুলাই গণঅভ্যুত্থানের একটি গ্রাফিতির ছবি, যেখানে আদিবাসী শব্দটি আছে- সেটি বাদ দেয়ার জন্যে এই উগ্র গোষ্ঠী যে উগ্রতা দেখাল তার বিরুদ্ধে নিন্দা জানিয়ে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি।