রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে ক্ষুব্ধ ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন

null

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হয়ে উঠেছে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা। এমন ঘটনা আগে থেকেও চলে আসছে এবং এখনও স্থায়ী সমাধান না হওয়ায় এবার কড়া সমালোচনায় মুখর হয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। আন্তর্জাতিক এই সংগঠনটি বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে নিজের হতাশা প্রকাশ করে বিসিবির তীব্র সমালোচনা করেন। বারবার একই সমস্যার পুনরাবৃত্তি দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। চলতি আসরে একাধিক দল খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা টাকা না পেয়ে একপর্যায়ে অনুশীলন বর্জন করেন। পরবর্তীতে তাদের বিদেশি ক্রিকেটাররাও ম্যাচ বর্জন করেন। নিয়ম ভেঙে এরপরও দলটির খেলা চালিয়ে নেওয়া হয়। এছাড়া চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিকও এক খেলোয়াড়কে পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। শুধু পারিশ্রমিক নয়, একাধিক দল খেলোয়াড়দের দৈনিক ভাতাও সময়মতো পরিশোধ করেনি। বিপিএলের শুরুর দিকের আসরগুলো থেকেও এমন সমস্যা দেখা গেছে। কিন্তু এখনও কেন এই সমস্যার সমাধান হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মোফাট। তিনি বলেন, বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি অত্যন্ত হতাশাজনক। প্রায় প্রতি আসর থেকেই এমন অভিযোগ শোনা যায়, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। জেবি