বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বায়ুদূষণে শীর্ষে ঢাকা: বিশ্বের ১২৬ শহরের তালিকায় প্রথম

বিশ্বের ১২৬টি দূষিত শহরের তালিকায় আজ সোমবার সকালে ঢাকা শীর্ষস্থান দখল করেছে। সকাল ৯টা ৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৪৭ রেকর্ড করা হয়েছে, যা বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিতে ফেলেছে।

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ডেস্ক রিপোর্ট: বিশ্বের ১২৬টি দূষিত শহরের তালিকায় আজ সোমবার সকালে ঢাকা শীর্ষস্থান দখল করেছে। সকাল ৯টা ৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৪৭ রেকর্ড করা হয়েছে, যা বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিতে ফেলেছে।

একিউআই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২০৯। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২০৭), চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় (স্কোর ১৯৩) এবং পঞ্চম স্থানে চীনের বেইজিং (স্কোর ১৮৮)।

একিউআই সূচক বাতাসের মান নির্ণয় করে এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করে। এটি বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাইঅক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাইঅক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩) এর ভিত্তিতে তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, বাতাসে পিএম২.৫ এর মাত্রা শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভালো’, ৫১-১০০ হলে ‘মধ্যম’, ১০১-১৫০ হলে ‘বিপদসীমা’, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। শীতকালে বাতাসের মান সাধারণত খারাপ হয়, আর বর্ষাকালে কিছুটা উন্নতি দেখা যায়। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়েছে যে বায়ুদূষণ স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত রোগে মারা যায়।

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।