শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘আবেগের বশে পরিচয় প্রকাশ করায় গ্রেফতার কঠিন হয়ে গেছে’

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, আবেগের বশে অভিযুক্ত শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করেছে। এখন ওই যুবককে গ্রেফতার কঠিন হয়ে গেছে পুলিশের পক্ষে। কারণ ওই যুবক এখন চেষ্টা করবে আত্মগোপনে থাকতে।

আগুনে পুড়িয়ে দেওয়া হয় আনন্দ শোভাযাত্রার মোটিফ

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের তৈরি ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে আগুন দেওয়ার ঘটনার দুইদিন পেরিয়ে গেছে। ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করার কথা বললেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ বলছে, অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করার পর এখন গ্রেফতার কঠিন হয়ে পড়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, আবেগের বশে অভিযুক্ত শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করেছে। এখন ওই যুবককে গ্রেফতার কঠিন হয়ে গেছে পুলিশের পক্ষে। কারণ ওই যুবক এখন চেষ্টা করবে আত্মগোপনে থাকতে। তবে অভিযুক্ত যুবক ও মদতদাতাদের ধরতে অভিযান অব্যাহত।

এর আগে, রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, শুধু এটুকু বলে রাখি, আমরা অত্যন্ত ক্লোজ। খুব নিকটে পৌঁছে গেছি ডিটেকশনের ক্ষেত্রে। আমরা আশা করছি (সোমবার) সকাল ৯টায় শোভাযাত্রা শুরুর আগেই ডিটেকশনের ক্ষেত্রে সন্তোষজনক পর্যায়ে চলে যাবো। সম্ভব যদি হয়, বাই দিস টাইম, দুর্বৃত্তদের অ্যারেস্ট করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

তবে ডিএমপি কমিশনার এমন আশার কথা শোনালেও পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শেষ হওয়ার পরও অভিযুক্তকে গ্রেফতারে কোনো অগ্রগতি জানাতে পারেনি পুলিশ।

রোববার সকালে রমনা বটমূলের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, যে ঘটনা ঘটেছে, তার তদন্ত হবে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় যারা ছিলেন, তাদের কোনো ঘাটতি ছিল কি না সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শনিবার ভোরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগুন লেগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার’ জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং ‘শান্তির পায়রা’ মোটিফ পুড়ে যায়।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0