জেলা প্রতিনিধি
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় হাত-পা বাঁধা অবস্থায় মোজাম্মেল হোসেন (৩৫) নামের এক যুবককে উদ্ধার করে স্থানীয়রা, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঙ্গাল হাওলা গ্রামের পশ্চিমে টঙ্গী-ভৈরব রেল সড়কের তুমলিয়া মিশন রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মোজাম্মেলকে উদ্ধার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার বাঙ্গাল হাওলা গ্রামের বাসিন্দা।
সোমবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
স্থানীয়রা জানায়, রাতে ব্রিজের কাছে কয়েকজন ব্যক্তি মোজাম্মেলকে হাত-পা বেঁধে নিয়ে যাচ্ছিল। তখন এলাকাবাসীর টর্চ লাইট দেখে তারা তাকে পাশের খাদে রেখে পালিয়ে যায়। পরে মোজাম্মেলের হাত-পা বাঁধা এবং শরীরের আঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা বা পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়েছে। এখনো চিকিৎসাধীন থাকায় তারপর পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। উদ্ধার হওয়া মোজাম্মেল এখনো পুরো ঘটনা বিস্তারিত জানাতে পারেননি। ভিডিওতে তার কথোপকথনে শোনা যায়, ঘরে তার সৎ মা রয়েছে এবং সে তাকে খুব নির্যাতন করে।
ধারণা করা হচ্ছে তার সৎ মায়ের পক্ষ থেকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনার সময় চার-পাঁচ জন ছিল এবং তাদের তিনি চিনতে পেরেছেন বলেও জানান।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0