মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

গ্লাসের পানিতে হলুদ, নিচে ফ্ল্যাশলাইট: যাদু নাকি বিজ্ঞান?

এটি এক ধরনের আলোক বিক্ষেপণ, যেখানে আলো কলোয়েডাল কণার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোক রশ্মি দৃশ্যমান হয়।

ছবি সংগৃহীত

টেকনোলজি ডেস্ক

ঢাকা: বর্তমান সময়ে স্যোসাল মিডিয়া জুড়ে এক মজার ট্রেন্ড ঘুরে বেড়াচ্ছে। এক গ্লাস পানিতে মেশানো হলুদের গুড়া আর নিচে মোবাইলের ফ্ল্যাশলাইট। হঠাৎই দেখা যাচ্ছে একটা সোনালী ঝলকানো আলো! অনেকেই ভাবছেন, এটা হয়তো জাদুকরী বা বিস্ময়কর কিছু। কিন্তু এটা কোন যাদু নয়।

এটি এক মজার বিজ্ঞান , নাম যার Tyndall Effect। আলোর প্রতিফলনের ধর্মকে কাজে লাগানো হয় এখানে।  

যখন পানিতে হলুদের গুড়া দেওয়া হয়, তখন সেটা পুরোপুরি গলে না — বরং পানিতে ভেসে থাকে অতি সূক্ষ্ম কণার মতো। এ ধরনের মিশ্রণকে বলে কলোয়েড (colloid)।

এবার যদি নিচ থেকে ফ্ল্যাশলাইট বা টর্চের আলো দিলে, সেই আলো হলুদের কণাগুলোর সাথে ধাক্কা খায় ও চারদিকে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া আলোর কারণেই গ্লাসের ভিতরে এক সোনালী-আবছা জ্যোতি দেখতে পাওয়া যায়।

কেন ঘটে এই Tyndall Effect?

এটি এক ধরনের আলোক বিক্ষেপণ, যেখানে আলো কলোয়েডাল কণার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোক রশ্মি দৃশ্যমান হয়।

এই ঘটনা আরও দেখা যায়:

কুয়াশায় গাড়ির হেডলাইট

কফির মগে রোদ পড়লে

ধুলাবালির ভেতর আলো চললে

কেন হলুদই ব্যাবহার করা হয়?

হলুদে থাকে কারকিউমিন, যার রং হলুদাভ-সোনালী। তাই আলো প্রতিফলিত হলে একদম সোনার মতো উজ্জ্বল ঝলক তৈরি হয়!

তাই যখনই আপনি হলুদের পানি গ্লাসে নিয়ে আলো ফেলছেন, মনে রাখবেন — আপনি শুধু একটা ট্রেন্ডে অংশ নিচ্ছেন না, আপনি বিজ্ঞানের একটি রোমাঞ্চকর এক্সপেরিমেন্ট উপভোগ করছেন!

সব ট্রেন্ড অযথা হুজুগে নয়। কখনো কখনো ট্রেন্ড হতে পারে ইতিবাচক ও ফলপ্রসূ। আপনার পরিবারের শিশুদের মানসিক বিকাশ ও উদ্ভাবনী দক্ষতা বাড়াতে এসব এক্সপ্রেরিমেন্ট খুবই কার্যকরী।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0