বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

৭২ বছর বয়সে আবারও কি বন্ড হবেন ব্রসনান?

যদি নির্মাতারা তাঁর জন্য কোনো বিশেষ পরিকল্পনা করেন, তবে তিনি আবারও বন্ড ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে প্রস্তুত।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘০০৭’— এই সাংকেতিক নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ডের রহস্য-রোমাঞ্চে ভরা জগৎ। এবার সেই জগৎকে নতুন করে সাজানোর দায়িত্ব নিয়েছেন ‘ডুন’ খ্যাত পরিচালক ডেনিস ভিলেনিউভ। আর তাঁর এই ঘোষণার পরই নতুন করে জল্পনা শুরু হয়েছে, তবে কি নতুন এই পর্বে আবারও দেখা মিলবে অন্যতম সেরা বন্ড, পিয়ার্স ব্রসনানকে? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

এক সাক্ষাৎকারে পিয়ার্স ব্রসনান জানিয়েছেন, তাঁর বয়স এখন ৭২। এই বয়সে দর্শকরা হয়তো তাঁকে আর আগের মতো জেমস বন্ডের প্রধান চরিত্রে সহজে গ্রহণ করবেন না। কিন্তু তিনি অকপটেই স্বীকার করেছেন, যদি নির্মাতারা তাঁর জন্য কোনো বিশেষ পরিকল্পনা করেন, তবে তিনি আবারও বন্ড ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে প্রস্তুত।

একই সঙ্গে, তিনি নতুন প্রজন্মের কোন অভিনেতা এই দায়িত্বটি কাঁধে তুলে নেন, তা দেখার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত জেমস বন্ডের চারটি চলচ্চিত্রে অভিনয় করে পিয়ার্স ব্রসনান বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর সেই সময়ের বন্ড রূপ আজও ভক্তদের মনে উজ্জ্বল হয়ে আছে। তাই তিনি যদি কোনো বিশেষ চরিত্রেও ফিরে আসেন, তা দর্শকদের জন্য এক বড় নস্টালজিয়ার কারণ হবে।

অন্যদিকে, পরিচালক ডেনিস ভিলেনিউভ চলতি বছরের জুনেই ঘোষণা দিয়েছেন, তিনি খুব শিগগিরই নতুনভাবে বন্ডকে বড় পর্দায় ফিরিয়ে আনবেন। এখন দেখার বিষয়, নতুন এই বন্ডের জগতে পুরনো কোনো তারকার জায়গা হয় কি না, নাকি সম্পূর্ণ নতুন মুখ নিয়েই শুরু হয় ‘০০৭’-এর নতুন অধ্যায়।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0