স্পোর্টস ডেস্ক
ঢাকা: টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পাননি শেখ মেহেদী ৷ তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগটা পেয়ে যান। আর দলে জায়গা পেয়ে যেন নিজেকে উজাড় করে দিলেন মেহেদী।
৪ ওভার হাত ঘুরিয়ে ১১ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট। বল হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদীকে খেলানোর ব্যাখ্যা দিয়ে অধিনায়ক লিটন দাস বলেন, ‘শেখ মেহেদীকে খেলানোর ব্যাপারে, আমরা বিশ্বাস করি মেহেদীর যে স্কিল আছে, কলম্বোর এই উইকেট তার জন্য উপযুক্ত। এর মানে এটা না যে শেখ মেহেদী ভালো উইকেটে বা অন্য উইকেটে ভালো বল করবে না। যখনই আমি জানি এখানে টি-টোয়েন্টি ম্যাচ আছে, আগে থেকেই প্ল্যান ছিল এই ম্যাচে আর কেউ খেলুক বা না খেলুক মেহেদী খেলবে।'
'এর মানে এটাও না যে (মেহেদী হাসান) মিরাজ ভালো বোলার বা ব্যাটার না। মেহেদী যতই ভালো করুক, কন্ডিশন যতই ভালো হোক, আমি লিডার হিসেবে চিন্তা করব সারফেস এর ওপর চিন্তাভাবনা করে (দল বানানোর)। যদি আমি মনে করি সারফেস বোলিং সহায়ক আমি অবশ্যই মেহেদীকে খেলাবো, সারফেস ব্যাটিং সহায়ক হলে মিরাজ কামব্যাক করবে।’
নিজের রানে ফেরা সম্পর্কে লিটন বলেন, ‘মানসিকভাবে (মাইন্ডে) পিছিয়ে কখনও ছিলাম না। আপনি প্রতিদিন আপনার অফিসেও খুব একটা ভালো ফিল করবেন না। ক্রিকেটটা মাঝেমধ্যে একটু ফিলিংসেরও দরকার আছে। আমার মনে হয়, যেহেতু রান পাচ্ছিলাম না বড় ইনিংসে। টেস্টে রেগুলার খেলছি এবং টুকটাক হচ্ছিল। ওয়ানডেতে অনেক দিন হচ্ছিল না।'
আরও যোগ করেন, ‘চেষ্টা করেছি ১০০% দেওয়ার। তিন ফরম্যাটে মাইন্ডসেট ভিন্ন থাকে। এই ফরম্যাটে অনেক দিন ধরে খেলছি, কীভাবে খেলতে হয়; দল কীভাবে এগিয়ে নিতে হয়। এই ফরম্যাটে কখনও আমার ওই চাপটা ছিল না যে আমি আগে কিছু করে আসি নাই। সবসময় মনে হয়েছে, আমরা তো পাকিস্তান সিরিজ খেলেছি। হয়তোবা সিরিজ জিততে পারিনি, তবে সবাই মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0