বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর কবে, কোথায়?

নতুন ফরম্যাটে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনার শেষ নেই। ব্যস্ত সূচির মাঝে আরেকটা পূর্ণাঙ্গ টুর্নামেন্টে অংশ নিয়ে অতিরিক্ত ধকল ও ইনজুরির ঝুঁকিতে পড়েছিলেন অনেক খেলোয়াড়। পাশাপাশি কিছু ম্যাচে গ্যালারি ফাঁকা থাকাও সমালোচনার জন্ম দেয়।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নেমেছে। টুর্নামেন্টের ২১তম আসরের ফাইনালে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। ৩২ দলের অংশগ্রহণে নতুন ফরম্যাটে প্রথমবার অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ ঘিরে চলমান আলোচনা-সমালোচনার মাঝেই পরবর্তী আসরের আয়োজক দেশ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

শোনা যাচ্ছে, ২০২৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে পারে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিলে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে নাকি ইতোমধ্যে আনুষ্ঠানিক আগ্রহপত্র জমা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে।

নতুন ফরম্যাটে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনার শেষ নেই। ব্যস্ত সূচির মাঝে আরেকটা পূর্ণাঙ্গ টুর্নামেন্টে অংশ নিয়ে অতিরিক্ত ধকল ও ইনজুরির ঝুঁকিতে পড়েছিলেন অনেক খেলোয়াড়। পাশাপাশি কিছু ম্যাচে গ্যালারি ফাঁকা থাকাও সমালোচনার জন্ম দেয়।

তবু ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই ইভেন্টকে ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার দাবি, এই আসর থেকে ফিফা আয় করেছে ২ বিলিয়ন ডলারের বেশি, যেখানে প্রতিটি ম্যাচ থেকে গড়ে ৩১ মিলিয়ন ডলার রাজস্ব এসেছে। ইনফান্তিনোর ভাষ্যমতে, গড় দর্শক সংখ্যা ছিল ৪০ হাজার।

সব মিলিয়ে প্রথম আসর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ২০২৯ সালের পরবর্তী আসর নিয়ে পরিকল্পনা শুরু করেছে ফিফা। ধারণা করা হচ্ছে, ইউরোপিয়ান লিগ এবং কন্টিনেন্টাল টুর্নামেন্টের বিরতিতে আবারও জুন-জুলাই উইন্ডোতে এই আসর আয়োজন করতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

গণমাধ্যমের খবর, পরবর্তী আসর আয়োজনে অফিসিয়ালি ইন্টারেস্ট দেখিয়েছে ব্রাজিল। ফিফার সঙ্গে নাকি যোগাযোগও করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সম্ভাব্য আয়োজক শহরের তালিকায় রয়েছে রিও ডি জেনেইরো, সাও পাওলো ও বেলো হরিজন্তে। ২০১৪ ফিফা বিশ্বকাপ থেকেই ভালো মানের স্টেডিয়াম রয়েছে ব্রাজিলে।

ফুটবলের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য আর প্যাশনেট ফ্যান-বেইজের বিবেচনায় ব্রাজিলে ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজনে আগ্রহ রয়েছে ইনফান্তিনোরও। এখন দেখার পালা, এই প্রাথমিক আগ্রহ কতদূর বাস্তবায়িত হয় এবং ব্রাজিল আদৌ পায় কি না ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বীকৃতি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0