রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিসিবির সহ-সভাপতি হয়ে যা বললেন ফারুক

পরিচালক হওয়ার পর নতুন করে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক। এমন দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলন নিজের অনূভুতি জানিয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সবশেষ বিসিবি নির্বাচনে রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন ফারুক আহমেদ। সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিতও হয়েছেন। পরিচালক হওয়ার পর নতুন করে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক। এমন দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলন নিজের অনূভুতি জানিয়েছেন তিনি।

ফারুকের কাছে জানতে চাওয়া হয়, অতীতে বাজে অভিজ্ঞতা থাকার পরও কেন বিসিবিতে ফিরলেন। ফারুক অবশ্য অতীতে ফিরতে চাইলেন না। তিনি বলেন, ‘এখন আমরা সামনে আগে এগিয়ে যাব, আমি পিছনে যেতে চাই না। একটা কথা বারবার বলছি, একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। আমরা সামনের দিকে দেখতে চাই। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’

এরপর তিনি বলেন, ‘কী হয়েছে, মানুষের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা হয়, কঠিন সময় যায়। কিন্তু আমার কথা হলো এখন আমাদের একটাই লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন সভাপতি তিন-চার মাস ছিলেন। আবার তার নেতৃত্বে এখন আমরা একটা পূর্ণাঙ্গ বোর্ড পেয়েছি। আশা করি বোর্ডটা লম্বা সময়ের জন্য থাকবে এবং সেই পরিকল্পনায় আমরা এগিয়ে যেতে পারব।’

বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়া, ‘সভাপতি বলেছেন আমাদের সবার লক্ষ্য... আপনারা এখানে যারা বসে আছেন আপনারা চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। আমরা এখানে যারা বসে আছি, আমরাও চাই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। লক্ষ্য কিন্তু একটাই। এই লক্ষ্যের মাঝে কিছু জিনিস আসে। ওই জিনিসগুলো আমাদের ট্যাকেল দিতে হবে।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0