বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

তামিমের বিপিএলে ফেরা নিয়ে যা বললেন ট্রেইনার

মঙ্গলবার (২৯ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ডালিম জানিয়েছেন, ‘ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলব- মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর নিয়ে বেশ জোরেশোরে কার্যক্রম শুরু করেছে বিসিবি। এবারের বিপিএলে গত দুই আসরের চ্যাম্পিয়ন তামিম ইকবালের খেলা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের জন্য প্রস্তুত নন বলে জানিয়েছেন ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম।

মঙ্গলবার (২৯ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ডালিম জানিয়েছেন, ‘ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলব- মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন। তবে বিপিএল বা সেমিফাইনাল-ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আমি বলব– অনুশীলন করুক, খেলুক। তবে সেটা হালকা বিনোদনের অংশ হিসেবে।’

বিপিএলে টানা দুই মৌসুমে শিরোপা জিতে আলোচনায় আসা তামিম ডিপিএলের সময় বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হন। ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেই সময় মাঠে তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইয়াকুব চৌধুরী ডালিম।

বিপদ কাটিয়ে এখন বেশ স্থিতিশীল আছেন তামিম। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শরীরের সামর্থ্য ও ঝুঁকির দিক বিবেচনা করে তামিমকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যদিও দিন দুয়েক আগেই তামিম জানিয়েছিলেন চেষ্টা করবেন বিপিএল দিয়ে ফেরার জন্য।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0