বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে সাকিবের ভবিষ্যৎ কী? জানালেন ফখরুল

জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠতায় সাকিবকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হাজির ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা দেখতে এসে ক্রিকেট নিয়ে কথা বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে। সাক্ষাৎকারের এক পর্যায়ে আলোচনায় আসে সাকিব আল হাসানের নাম। সাংবাদিকের প্রশ্ন ছিল, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা কি আবার খুলবে?

জবাবে ফখরুল বলেন, ‘সেটা নির্ভর করবে সাকিবের ফর্ম ও পারফরম্যান্সের ওপর। এবং তখন সে ক্রিকেটে থাকবে কি না, সেটার ওপর। আমি কখনোই খেলাধুলায় রাজনীতিকে আনতে চাইনি, এটা আমি বিশ্বাস করি না। যে যোগ্য, সে অবশ্যই দলে আসবে।’

সম্প্রতি ফের সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, তিনি সাকিবের সঙ্গে যোগাযোগ করবেন। যদিও তার শিগগিরই মাঠে ফেরার কোনো ইঙ্গিত মেলেনি।

প্রসঙ্গত, দেশের অন্যতম সেরা এই অলরাউন্ডার গেল বছরের মাঝামাঝি সময় থেকে দেশের বাইরে অবস্থান করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠতায় সাকিবকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

তাছাড়া আর্থিক কেলেঙ্কারি ও আলোচিত মামলার বিষয়েও উঠে এসেছে তার নাম। যুক্তরাষ্ট্রে অবস্থানকালেও বিভিন্ন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাকিবের ছবি ভাইরাল হয়েছে, যা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0