স্পোর্টস ডেস্ক
ঢাকা: আইপিএলে নিয়মিত দারুণ পারফরম্যান্স করেছেন শ্রেয়াস আইয়ার। অধিনায়ক হিসেবে তার সাফল্য নজড় কেড়েছে সবার। তবুও ভারতের এশিয়া কাপের দলে জায়গা পাননি তিনি। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভাল খেললেও তাকে জাতীয় দলে নেওয়ার জায়গা নেই বলে জানিয়েছেন নির্বাচকরা। শ্রেয়সের বাদ পড়াকে ‘দুঃখজনক’ এবং ‘অবিচার’ বলে দাবি করেছেন তার বাবা সন্তোষ আইয়ার। দল থেকে বাদ পড়ে শ্রেয়াস কী বলেছেন, তা-ও জানিয়েছেন তিনি।
‘টাইমস অফ ইন্ডিয়া’কে শ্রেয়াসের বাবা বলেছেন, ‘ভারতের টি-টোয়েন্টি দলে শ্রেয়সকে ঢুকতে হলে আর কী করতে হবে সত্যিই জানি না। বছরের পর বছর ধরে আইপিএলে এত ভাল খেলছে। দিল্লি থেকে কলকাতা ঘুরে পাঞ্জাবের হয়েও ফর্মে ছিল। তা-ও আবার অধিনায়ক হিসাবে। গত বছর কেকেআরকে আইপিএলও জিতিয়েছে। এবার পাঞ্জাবকে ফাইনালে তুলেছে। আমি বলছি না ওকে ভারতের অধিনায়ক করা হোক। কিন্তু অন্তত দলে তো নিতেই পারে।’
শ্রেয়াসের বাবা জানিয়েছেন, এশিয়া কাপের দলে সুযোগ না পেলেও একই রকম শান্ত রয়েছেন এই ক্রিকেটার। সন্তোষ বলেন, “ভারতীয় দল থেকে বাদ দেওয়ার পর আজ পর্যন্ত কোনও দিন ওকে রাগতে দেখিনি। ও শুধু বলবে, ‘সবই আমার ভাগ্য। এখন আর কিছু করার নেই।’ শ্রেয়াস বরাবরই শান্ত এবং ঠান্ডা মাথার। কাউকে দোষারোপ করে না। তবে ভিতরে ভিতরে নিশ্চয়ই হতাশ হয়ে পড়ে।”
ভারতের হয়ে ৫১টা টি-টোয়েন্টি খেলে ১১০৪ রান করেছেন শ্রেয়াস। স্ট্রাইক রেট ১৩৬.১২। ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নীল জার্সি পরে খেলেছিলেন তিনি। আইপিএলে দিল্লি, কলকাতা, পাঞ্জাব- তিনটি দলকে ফাইনালে তোলার কৃতিত্ব রয়েছে শ্রেয়াসের।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0