এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘ফাটাফাটি’ সিনেমায় খলনায়িকা ‘বিকি সেন’-এর চরিত্রে অভিনয় করে যিনি দর্শকদের চমকে দিয়েছিলেন, সেই জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবার আসছেন এক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বিরাতে’-তে তাঁকে দেখা যাবে গৌরব চক্রবর্তী এবং অনিন্দ্য সেনগুপ্তর বিপরীতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর এই নতুন কাজ এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন।
ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে নায়িকাদের খোলামেলা পোশাক পরা বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাটা কি বাধ্যতামূলক? এই প্রশ্নের উত্তরে স্বস্তিকা এক পরিণত এবং পেশাদারী জবাব দিয়েছেন।
তিনি বলেন, ‘রক্তবীজ ২’-তে মিমি চক্রবর্তীকে বিকিনিতে দেখা গেছে, কিন্তু তার জন্য তিনি নিজেকে তৈরি করেছেন। আমিও এটাই করব। স্বস্তিকা জানান, তিনি আগে খোলামেলা পোশাকের জন্য শরীর গড়বেন, চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজনীয়তা বুঝবেন এবং তারপরই রাজি হওয়ার কথা ভাববেন।
টালিউডে ১৪ বছর টিকে থাকার পরও কেন তিনি এত ভেবেচিন্তে কাজ করেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “এক পেশায় এতদিন ধরে টিকে থাকতে গেলে একটু ভেবে চলতেই হয়। ...বেশি বাছাবাছি করলে কাজই পাব না। চেষ্টা করেছি নানা ধরনের চরিত্রে অভিনয় করতে।”
‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর পর, অভিমন্যুর এই নতুন রোমান্টিক সিরিজে তাঁর চরিত্রটি বেশ মিষ্টি বলে জানিয়েছেন স্বস্তিকা। তিনি বলেন, “নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে। আমার বিপরীতে গৌরবদা ও অনিন্দ্যের মতো অভিনেতা আছেন। আর কী চাই, বলুন?”
সব মিলিয়ে, স্বস্তিকা দত্তের এই সাক্ষাৎকার প্রমাণ করে, তিনি জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে, বরং অত্যন্ত পেশাদারীত্বের সঙ্গে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে চান।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0