মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ছেলের অভিষেক অনুষ্ঠানে যা বললেন শাহরুখ খান

“জাতীয় পুরস্কার তুলতে আমার এক হাতই যথেষ্ট। এক হাতে অনেক কিছু করা যায়—খাওয়া, দাঁত মাজা কিংবা চুলকানো। তবে আপনাদের দেওয়া ভালোবাসা জমা করতে দুই হাতও যথেষ্ট নয়।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অবশেষে অপেক্ষার অবসান। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এর প্রথম টিজার মুক্তি পেল। গতকাল, বুধবার (২০ আগস্ট) মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানে এই টিজার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে আরিয়ানের পাশে ছিলেন তাঁর গর্বিত বাবা-মা, শাহরুখ খান ও গৌরি খান (যিনি এই সিরিজের প্রযোজক)। ছেলের এই নতুন যাত্রায় শাহরুখ শুধু প্রশংসাই করেননি, নিজের সাম্প্রতিক শারীরিক অসুস্থতা এবং জাতীয় পুরস্কার জয় নিয়েও মজাদার মন্তব্য করেছেন।

এই সিরিজটির মাধ্যমে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। সিরিজটি আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। আরিয়ান বলেন, “সিরিজে আমি এমন এক দুনিয়া তৈরি করতে চেয়েছি, যা একদিকে ঝলমলে, অন্যদিকে কঠিন বাস্তবতায় ভরা।” সিরিজটি মূলত এক আন্ডারডগের স্বপ্নপূরণের লড়াই এবং বলিউডের অন্ধকার দিক নিয়ে তৈরি হয়েছে।

সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা, মোনা সিং, মনোজ পাওয়া-সহ একঝাঁক তারকা। তবে সবচেয়ে বড় চমক হিসেবে অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খান এবং করণ জোহরকে।

ছেলের অভিষেক নিয়ে শাহরুখ খান বলেন, “আরিয়ান তার গল্পকে যেভাবে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে, সেটি গর্বের ব্যাপার। এই গল্পে যেমন তীক্ষ্ণতা আছে, তেমনি আত্মসচেতনতা। আমি বিশ্বাস করি, দর্শকেরা এর ভেতরের আবেগের সঙ্গে যেমন যুক্ত হবেন, তেমনি উপভোগ করবেন এর স্টাইলও।”

সম্প্রতি ‘কিং’ ছবির শুটিংয়ে কাঁধে চোট পাওয়ায় শাহরুখ বর্তমানে এক মাসের বিশ্রামে রয়েছেন। সেই প্রসঙ্গ টেনে এবং তাঁর প্রথম জাতীয় পুরস্কার জয় নিয়ে তিনি মজা করে বলেন, “জাতীয় পুরস্কার তুলতে আমার এক হাতই যথেষ্ট। এক হাতে অনেক কিছু করা যায়—খাওয়া, দাঁত মাজা কিংবা চুলকানো। তবে আপনাদের দেওয়া ভালোবাসা জমা করতে দুই হাতও যথেষ্ট নয়।”

‘জওয়ান’ সিনেমার জন্য শাহরুখ খান এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তিনি জানান, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাঁর আরও মাস দুয়েক সময় লাগবে।

বাংলাফ্লো/এইচএম 

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0