স্পোর্টস ডেস্ক
ঢাকা: এশিয়া কাপ শেষে চ্যাম্পিয়ন ভারত ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানালে ক্রিকেট দুনিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত অবিলম্বে ঘোষণা দেওয়া যে, তারা আর ভারতের বিপক্ষে খেলবে না।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৫ উইকেটে হারায় পাকিস্তানকে। ম্যাচ শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পুরস্কার বিতরণে এগিয়ে গেলে ভারতীয় দল তাদের পক্ষ থেকে ট্রফি গ্রহণে আপত্তি জানায়। নাকভির পরিবর্তে অন্য কাউকে দিয়ে পুরস্কার নিতে চেয়েছিল তারা। এর জেরে পুরো ট্রফি বিতরণ প্রক্রিয়াই ভেস্তে যায় চ্যাম্পিয়ন ট্রফি এবং ক্রিকেটারদের ব্যক্তিগত মেডেল প্রদান স্থগিত রাখা হয়।
এই পরিস্থিতিতে এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কামরান আকমল বলেন,“পাকিস্তান বোর্ডের উচিত এখনই জানিয়ে দেওয়া আমরা ভারতের বিপক্ষে আর কখনো খেলব না। দেখা যাক এরপর আইসিসি কী করে। ভারতের এমন আচরণের আর কী প্রমাণ দরকার?”
তিনি অভিযোগ করেন, বিসিসিআইয়ের প্রভাব এতটাই বেশি যে আইসিসি কার্যত নিরপেক্ষ ভূমিকা নিতে পারছে না।
আকমল বলেন, “আইসিসিকে এখন নিয়ন্ত্রণ করছে বিসিসিআইয়ের লোক। তাহলে তারা ভারতের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবে?”
তিনি আরও বলেন, ভারতীয় দলের এমন আচরণ কেবল ক্রিকেট নয়, সমগ্র খেলাটির জন্যই অপমানজনক।ভারত মাঠে জিতেছে, কিন্তু ক্রিকেটের মননে হেরেছে। এমন অশোভন আচরণ শুধু তাদেরকেই ছোট করেছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0