স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় বিকেল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত কিছুটা সময় ফ্রী ছিলেন ফুটবলাররা। এই সময়ে ইয়াঙ্গুনে প্যাগোডা ও বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসায় অভ্যর্থনা গ্রহণ করে বাংলাদেশ কন্টিনজেন্ট।
মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা বেশি। ইয়াঙ্গুনে প্রাচীন ও প্রসিদ্ধ প্যাগোডা রয়েছে। মিয়ানমার সফরে আসা পর্যটকদের অনেকে প্যাগোডা পরিদর্শন করেন। বাংলাদেশ দল আজ প্যাগোডা দেখতে যায়। বাংলাদেশ দলে কয়েকজন ফুটবলার বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা প্যাগোডায় বিশেষ প্রার্থনা করেন।
প্যাগোডা পরিদর্শন শেষে বাংলাদেশ দল মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড.মোঃ মনোয়ার হোসেনের বাসায় আতিথ্য গ্রহণ করে। গতকাল খেলার পরই আজ দুপুরে রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশ দলের সবাইকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানানো হয়। পুরো কন্টিনজেন্ট বেশ আন্তরিকতার সঙ্গে এই আতিথ্য গ্রহণ করে।
মিয়ানমারে বাংলাদেশি প্রবাসী খুব স্বল্প সংখ্যক। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাংলাদেশের তিন ম্যাচেই প্রবাসীরা এসেছিলেন। তারা বাংলাদেশ দলকে এক দিন আথিতেয়তা দিতে চাইলেও খেলা ও অনুশীলনের ব্যস্ত সূচির জন্য সম্ভব হয়নি। বাংলাদেশ দল এশিয়া কাপ নিশ্চিত করে দেশে ফিরছে এতেই প্রবাসীরা সন্তোষ প্রকাশ করছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0