বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাজারে সবজির লাগামহীন দাম, ৮০-১০০ টাকার নিচে কিছুই নেই

নিত্য প্রয়োজনীয় এই পণ্যের বাজার নিয়ন্ত্রণে না থাকায় সাধারণ ক্রেতারা পড়েছেন বড় ধরনের সমস্যায়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: টানা বৃষ্টি, মৌসুমের শেষ আর সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি চাহিদা— এই তিন কারণে রাজধানীর বাজার গুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। ক্রেতারা বলছেন, ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই, কিছু কিছু সবজির দাম আরও বেশি। বিক্রেতাদের দাবি, সরবরাহ কমে যাওয়াই মূল কারণ। এতে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের বাজার নিয়ন্ত্রণে না থাকায় সাধারণ ক্রেতারা পড়েছেন বড় ধরনের সমস্যায়।

শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি পেঁপে ৩৫ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পটল ৯০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, মুলা ৮০ টাকা, করোলা ১০০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা, শসা ১০০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা, কঁচু ৬০ টাকা এবং গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির উচ্চদামের কারণ জানিয়ে সবজি বিক্রেতা মিরাজ ইসলাম বলেন, পাইকারি বাজারে আমাদের অতিরিক্ত দামে সব সবজি কিনতে হচ্ছে। আড়তে মালের সরবরাহ খুবই কম। যে কারণে সবজিগুলো বাড়তি দামে বিক্রি হচ্ছে। একদিকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সেজন্য ফসলের ক্ষতি হয়েছে, সেই সঙ্গে ঢাকায় সরবরাহ কমেছে। অন্যদিকে বাজারে বর্তমানে থাকা বেশিরভাগ সবজির মৌসুম এখন শেষ হয়েছে, নতুন করে সবজি বাজারে ওঠার আগ পর্যন্ত এ অবস্থা চলতে পারে।

সবজি বাজারের এক ক্রেতা অবসর প্রাপ্ত সরকরারি কর্মচারী আবুল কালাম বলেন, বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে, কোনো সবজি নাই। কিছু কিছু সবজির এর চেয়েও বেশি দাম। এত দাম যদি সবজির হয় তাহলে আমরা কিনব কীভাবে? বিক্রেতারা কারণ হিসেবে বলছেন— থেমে থেমে বৃষ্টি আর বেশিরভাগ সবজির মৌসুম শেষ। কিন্তু আমরা ক্রেতা হিসেবে দেখতে পাচ্ছি বিগত এক মাসেরও বেশি সময় ধরে সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0